হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ৪ নেতার উপর হামলা হয়েছে। হামলাকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। হামলায় তারা গুরুতর আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি দল।