বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়ার স্থলে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এবং মুসলিম লীগ নেতা আনছার আলীর মনোনয়নপত্র সঠিক না থাকায় তা বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী ও ইসলামী আন্দোলনের মো. শরিফুল ইসলাম। এই প্রথম জিয়া পরিবারের বাইরে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন।
বিএনপির তরুণ প্রার্থী হিসেবে মোরশেদ মিল্টনের মনোনয়ন বগুড়া-৭ নির্বাচনী এলাকায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।