Web Analytics

সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাত থেকে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ড্যাফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, যা রাত ৯টার দিকে পূর্ণ সংঘর্ষে রূপ নেয়। প্রায় অর্ধশত সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালায়। পরবর্তীতে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিনটি বাস, একটি প্রাইভেটকার পুড়িয়ে ফেলা হয় এবং পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভোর পর্যন্ত চলা এই সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। অভিযোগ রয়েছে, দীর্ঘক্ষণ সহিংসতা চললেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।