Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনের যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম ইন্তেকাল করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আহত হন শফিকুল ইসলাম। দীর্ঘ চিকিৎসার পর আন্দোলনের দেড় বছর পর তার মৃত্যু হয়। ডা. শফিকুর রহমান বলেন, এখনো অনেক জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। তিনি উল্লেখ করেন, শফিকুল ইসলাম তাদেরই একজন, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে।

মৃত শফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। বিবৃতিতে বলা হয়, জাতি শ্রদ্ধার সঙ্গে জুলাই যোদ্ধাদের স্মরণ করবে।

Card image

Related Memes

logo
No data found yet!