Web Analytics

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে শিশুসহ ৩০ জন কিশোর-কিশোরী দেশে ফিরেছে। বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, তারা কলকাতার বিভিন্ন থানায় আটক হয়ে সেন্ট্রাল কারাগারে সাজাভোগ করেন। পরবর্তীতে দুই দেশের সরকারের অনুমোদনে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পান। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুলনাসহ বিভিন্ন জেলার এসব কিশোর-কিশোরীকে প্রয়োজনে আইনি সহায়তাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।