শুক্রবার খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে পুশইন করা হয়। ভোররাতে তাদের দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। খাগড়াছড়ির জেলা প্রশাসক জানিয়েছেন, তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।