ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের কাছে সোমবার ভোরে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেললাইনের পাত খুলে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ভোর সোয়া ৫টার দিকে স্টেশনে ঢোকার আগে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি, তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে জানা গেছে যে রেললাইনের পাত খুলে ফেলার কারণেই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ ও রেল চলাচল কখন স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।