ইসরাইলের অব্যাহত আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ইসরাইলে তিনটি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে দুটি ড্রোন নেগেভের সামরিক ঘাঁটি এবং একটি ড্রোন এলাত বন্দরে আঘাত হানে। ইয়েমেনি বাহিনী জানিয়েছে, গাজার ওপর আগ্রাসন বন্ধ না হলে তারা অভিযান চালিয়ে যাবে। একই দিনে গাজায় ইসরাইলি হামলায় ৬১ জন নিহত হন, যাদের মধ্যে ২৩ জন শাতি শরণার্থী শিবিরে এবং দুইজন ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান। জাতিসংঘ জানিয়েছে, গাজায় শিশুদের অপুষ্টি উদ্বেগজনকভাবে বাড়ছে। ইসরাইলি বাহিনী জোরপূর্বক বাস্তুচ্যুত করছে হাজারো মানুষকে, যার মধ্যে জাবালিয়ার মতো শহরও রয়েছে।