কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ানকে ইসরাইল আটক করলে তিনি এ পদক্ষেপ নেন। প্রায় ৪৫টি জাহাজের ওই নৌবহর ইসরাইলি হামলার শিকার হয় এবং কয়েকটি জাহাজ জব্দ করা হয়। পেত্রো ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দেন। চলতি বছরের মে মাসেই তিনি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, তবে এবার কূটনীতিক বহিষ্কারের মধ্য দিয়ে পদক্ষেপ আরও জোরালো হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।