Web Analytics

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে দাখিলকৃত ১৭৪টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১৯টি বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫৪টি বাতিল করা হয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী যাচাই শেষে সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়া ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের হলফনামা সংক্রান্ত বিষয়ে সময়ের আবেদন করায় তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং রাজনৈতিক দলের প্রার্থীর ক্ষেত্রে অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, সুনির্দিষ্ট কারণেই বাতিল করা হয়েছে এবং প্রার্থীদের লিখিত ব্যাখ্যা দেওয়া হবে।

সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!