Web Analytics

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার চলমান সংঘাত নিরসনে বিবদমান পক্ষগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রশিদ আল-আলিমি দক্ষিণ ইয়েমেনের সব পক্ষকে রিয়াদে সংলাপে অংশ নিতে আহ্বান জানান। সৌদি আরব এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দক্ষিণ ইয়েমেনের সব বিবদমান পক্ষকে রিয়াদে আলোচনায় যোগ দিতে আহ্বান জানিয়েছে। তবে রাজধানী সানা নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের এ সংলাপ থেকে বাদ রাখা হয়েছে।

এই আহ্বান আসে ইয়েমেনের হাজরামাউত ও আল-মাহরা প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখল অভিযান এবং পরবর্তী সৌদি বিমান হামলার পর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণের বিবাদ ন্যায্যভাবে সমাধানে সর্বাঙ্গীণ কাঠামো গঠনের জন্য এই সংলাপ প্রয়োজন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ইয়েমেনের স্বীকৃত সরকারকে হুথিদের বিরুদ্ধে সহায়তা দিয়ে আসছে, যদিও সাম্প্রতিক সময়ে এসটিসি দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার দাবি জোরদার করেছে।

এসটিসি দুই বছরের মধ্যে ‘দক্ষিণ আরব’ নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে, যা রিয়াদ সংলাপের গুরুত্ব আরও বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!