চলতি মাসেই শেখ হাসিনাসহ প্রধান প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার যাবে বলে প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, প্রতিবেদন হাতে পেলে এক থেকে দেড় মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব। তিনি আরো বলেন, বিচার প্রক্রিয়া শুরু হলেই বোঝা যাবে ঠিক কতদিন লাগবে শেষ হতে। কারণ বিচারিক যে তথ্য প্রমাণ ও দুই পক্ষের সাক্ষী রয়েছে তা উত্থাপন করতে ঠিক কত সময় লাগবে তা আদালতের এখতিয়ার। হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।