বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর আট নেতাকে শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে। ৩০ জুলাই ঘোষিত এই সিদ্ধান্তে তারা ভবিষ্যতে দল বা এর সহযোগী সংগঠনে কোনো পদে অধিষ্ঠিত হতে পারবেন না। বহিষ্কৃতরা অনুমোদন ছাড়াই সংগঠনের বিরুদ্ধে কাজ করেছেন। দলের শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।