একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছে বেরোবি শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রোববার বেলা ১২টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা। তাদের অভিযোগ, জুলাই বিপ্লবের পরেও বেরোবিতে এখনও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। দফায় দফায় আবেদন এবং আন্দোলন করেও এ বিষয়ে প্রশাসনের কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সে কারণেই আমরণ অনশনে বসেছেন তারা। এ নিয়ে উপাচার্য ড. মো. শওকত আলী জানান, ছাত্র সংসদ আইনটি বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে। এখন এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয় না। ইউজিসি এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়। খুব শীঘ্রই সেটাই হবে। তবে দিনক্ষণ বলা যাচ্ছে না।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।