সচেতন শিক্ষার্থী সমাজ (বাসশিস) এর ব্যানারে একদল শিক্ষার্থী শনিবার পল্টন কালভার্ট রোডে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ নামফলক স্থাপন করেছে। এই স্থানেই গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মোটরসাইকেল আরোহীদের গুলিতে আহত হন। তিনি রিকশায় যাত্রাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে শুক্রবার তার মৃত্যু হয়। শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন টানিয়ে এই নামফলক স্থাপন করে তার প্রতি শ্রদ্ধা জানায় এবং তাকে জুলাই বিপ্লবের শহীদ হিসেবে অভিহিত করে।
এই প্রতীকী নামকরণ শিক্ষার্থীদের ক্ষোভ ও শোকের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এখনো হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি, তবে নাগরিক সমাজ দ্রুত বিচার ও সরকারি স্বীকৃতি দাবি করছে।