বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং পরের এক দিন নিরাপত্তা বাহিনী মাঠে থাকবে বলে বৃহস্পতিবার জারি করা এক পরিপত্রে জানানো হয়।
পরিপত্রে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ছাড়া অন্যান্য বাহিনী পাঁচ দিন দায়িত্ব পালন করবে, আর আনসার সদস্যরা ছয় দিন দায়িত্বে থাকবেন—নির্বাচনের আগে চার দিন, নির্বাচনের দিন এবং পরের এক দিন। কমিশন জানিয়েছে, মোতায়েনের জন্য প্রচলিত নিয়মে বাজেট বরাদ্দ দেওয়া হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের আস্থা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জানুয়ারি।