বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শাসনামলে জেলখানায় নানা নির্যাতনের শিকার হতে হয়েছিল, যা তার জীবনকে বিপন্ন করে এবং অকাল মৃত্যুর কারণ হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আসিফ নজরুল আরও বলেন, খালেদা জিয়াকে একটি সাজানো ও প্রহসনমূলক মামলায় কারাবন্দি করা হয়েছিল, যা গোটা বিশ্ব দেখেছে। তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগও রায়ে সেই সাজানো মামলার বিষয়টি উল্লেখ করেছে।
ঢাকায় জানাজা ও অন্যান্য কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে দশ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।