Web Analytics

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের উপদেষ্টারা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না দেখাতে পারেন, তবে সারাদেশে ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ তিন দিনে ৪,৩৬০ জন গ্রেফতারের ঘটনায় আংশিক সন্তোষ প্রকাশ করলেও অভিযোগ করেন, অনেক প্রভাবশালী সন্ত্রাসী এখনো গ্রেফতার হয়নি। নিরপরাধ নাগরিকদের হয়রানি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কোনো সহিংসতা ঘটলে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে নিতে হবে। একই সঙ্গে তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বারবার জামিন দেওয়ার অভিযোগ তোলেন।

পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে মুসাদ্দিক আলী বলেন, খুনী হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ না নিলে ছাত্রসমাজ কঠোর আন্দোলনে নামবে।

Card image

Related Memes

logo
No data found yet!