গ্ৰিড নিরাপত্তা, পরিবেশ ও বিভিন্ন দিক বিবেচনায় ভারতের প্রস্তাবিত ১১৭ কিলোমিটার দীর্ঘ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ। যদিও ভারত চাচ্ছে চলতি বছর প্রকল্প শুরু করে ২৮ সালের মধ্যে সম্পন্ন করতে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পার্বতীপুর হয়ে মেঘালয় রাজ্যের বোরানগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বিদ্যুৎ ৭৬৫ কেভি সঞ্চালন লাইন যাবে। বিনিময়ে ভারত বাংলাদেশকে অতিরিক্ত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে। বিদ্যুৎ বিভাগের অনেক প্রকৌশলী জাতীয় নিরাপত্তা ও ব্ল্যাক আউট ঝুঁকির কারণে এ প্রকল্পের বিরোধিতা করলেও হাসিনা সরকার প্রকল্প এগিয়ে নেয়। বর্তমান সরকার প্রকল্পটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।