জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের পর তার আয় কমেছে। শুক্রবার দেবিদ্বার পৌর মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, তার বার্ষিক আয় প্রায় সাড়ে ১২ লাখ টাকা এবং মোট সম্পদ ৫০ লাখ টাকার মতো। তিনি দাবি করেন, বিপ্লবের আগে তার আয় বেশি ছিল এবং তার আয় সম্পূর্ণ স্বচ্ছ।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ মরহুমা খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন এবং কারাবরণ করেছেন। তিনি জনগণকে পরিবর্তন ও সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান। পলাতক শেখ হাসিনার শাসনামলে দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না বলে অভিযোগ করে তিনি দেবিদ্বারে রাজনৈতিক স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করেন।
তিনি রাজনীতিতে জড়িত মাদক ব্যবসায়ীদের সতর্ক করে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যার মধ্যে জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহীদও ছিলেন।