Web Analytics

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ১৭ নেতার বিরুদ্ধে দেওয়া বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদন ও সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। পুনর্বহালপ্রাপ্তদের মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, দিনাজপুর, হবিগঞ্জ, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও যুবদল নেতারা রয়েছেন। এছাড়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্থগিতাদেশও প্রত্যাহার করে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।