এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে বেনামে ডাকযোগে চিঠি পাঠিয়ে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। রংপুর প্রেস ক্লাবের সামনে বিকাল সাড়ে ৫টায় ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। বক্তারা হুমকিদাতাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে রংপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়, শহর প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়।