Web Analytics

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইএমআইএস সেল জানিয়েছে, প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমেও জমা দেওয়া হয়েছে। তবে আইবাসের টেকনিক্যাল কর্মকর্তারা বিদেশে থাকায় বেতন প্রদানে কিছুটা বিলম্ব হতে পারে। কর্মকর্তাদের মতে, শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসের বেতন-ভাতা ডিসেম্বরের ৮ বা ৯ তারিখের মধ্যে পেতে পারেন। প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বিল দাখিল করেন, যা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে ব্যাংকে পাঠানো হয়। সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে, যার ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।