Web Analytics

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) শনিবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করে। সভায় বিজিবিএর সদস্যদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কাইয়ুম রেজা চৌধুরী, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব শাহরিয়ার হাসান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এএমডি আদনান মাসুদ। সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

সভাপতিত্ব করেন বিজিবিএ প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন পাভেল। সভায় ২০২৪–২৫ অর্থবছরের অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় এবং বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সদস্যরা বিভিন্ন প্রশ্ন ও উন্নয়ন প্রস্তাবনা দেন। পাভেল জানান, হাইকোর্টের রায় অনুযায়ী ২০২৪ সালে একাধিক এজিএম একত্রে অনুষ্ঠিত হয়েছিল, আর ২০২৫ সালের সভা পঞ্জিকা অনুযায়ী নিয়মিত কার্যক্রমের সূচনা করছে। তিনি সদস্য, কমিটি ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!