সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মামলা করার 'দায়িত্ব' অনুভব করছেন বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিবিসির প্যানোরামা ডকুমেন্টারিতে তার ৬ জানুয়ারি ২০২১ সালের ভাষণ সম্পাদনা করে জনসাধারণকে বিভ্রান্ত করা হয়েছে। বিবিসি ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে, স্বীকার করেছে যে সম্পাদনাটি এমন ধারণা দিয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। এই বিতর্কের ফলে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসি নিউজ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ট্রাম্প ফ্লোরিডায় এক বিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন, যদিও আইনি বিশেষজ্ঞরা এর সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সরকারি অর্থায়নে পরিচালিত বিবিসি এখন মামলাটি লড়বে নাকি মীমাংসা করবে, তা নিয়ে বড় দ্বিধায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।