Web Analytics

সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার এই প্রতিবেদন জমা দেওয়া হয়, যা ছিল বিদায়ী ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদের কার্যালয় ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা পরের ঘটনা। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ সাত পৃষ্ঠার প্রতিবেদনটি ডিসি কার্যালয়ে দাখিল করেন। প্রতিবেদন প্রকাশিত না হলেও সূত্রের খবর অনুযায়ী, এতে লুটপাটের সঙ্গে জড়িত ১৩৭ জনের নাম উঠে এসেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে পর্যটনকেন্দ্র ও পাথর সুরক্ষায় ১০ দফা সুপারিশ করা হয়েছে। এর আগে, গত ১২ আগস্ট সাদা পাথর লুটের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। জানা গেছে, সাদা পাথর লুটের ঘটনায় তৎকালীন ডিসিকে ওএসডি ও কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।