Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই। শুক্রবার পূর্বাচলে ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, অস্ত্র উদ্ধারের অভিযান সফলভাবে চলছে। পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার জন্যই এই আইন প্রণয়ন করা হয়েছে এবং বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তা জানাতে পারে। বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য এড়িয়ে যান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দুর্যোগ মোকাবেলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!