নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কাইয়ুমের বিরুদ্ধে হত্যা মামলা, অবৈধ বালু ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় নেতারা বহিষ্কারকে স্বাগত জানিয়ে বলেন, এটি দলের জন্য ইতিবাচক বার্তা।