Web Analytics

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও টুঙ্গিপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজারসংলগ্ন মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম মো. কাওসার (২৮), তিনি পিরোজপুর জেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে।

গোপালগঞ্জ সেনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয় এবং অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সম্ভব হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। টুঙ্গিপাড়া থানার এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাওসারকে টুঙ্গিপাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার ও মাদক চোরাচালান দমনে যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!