জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্কার সময়ে পাশে থাকবে জাতিসংঘ। শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, সংকটময় এ পরিস্থিতিতে জাতিসংঘ সাধ্যমতো এ দেশকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে জাতিসংঘ। এছাড়াও সবশেষ, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনাসদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি জানান, জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি আঞ্চলিক অফিসগুলো। এসময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব।