Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাম্প্রতিক পত্রিকা অফিসে হামলার ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যমে হামলা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই সভায় তিনি অভিযোগ করেন, হামলার বিষয়ে গোয়েন্দা সংস্থার পূর্বাভাস থাকা সত্ত্বেও সরকার তা উপেক্ষা করেছে।

তিনি প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো সত্ত্বেও কেন দেরিতে ব্যবস্থা নেওয়া হলো। সালাহউদ্দিন বলেন, গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্রের জন্য হুমকি এবং সরকারের দুর্বলতার প্রতিফলন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। তারা বলেন, নিরাপদ কর্মপরিবেশ ও কার্যকর মিডিয়া নীতিমালা বাস্তবায়ন ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা টিকিয়ে রাখা সম্ভব নয়।

Card image

Related Memes

logo
No data found yet!