Web Analytics

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। মঙ্গলবার সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। সংগঠনটি মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব, স্বতন্ত্র প্রার্থীদের হেনস্তা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন আসনে মনোনয়ন যাচাইয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিশেষ করে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে হেনস্তার অভিযোগ উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। এছাড়া কিছু রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলা হয়েছে। সংগঠনটির মতে, এসব ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুতর শঙ্কা তৈরি করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করে যে, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগকে ধাপে ধাপে রাজনীতিতে পুনর্বাসনের পথ তৈরি করছে। তারা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় পার্টিকে অবিলম্বে অযোগ্য ঘোষণার আহ্বান জানায়।

Card image

Related Memes

logo
No data found yet!