জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। তিনি দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন। এটিএম মাছুম প্রমাণ স্বরূপ ৮ মে থেকে ৩১ মে পর্যন্ত আমির যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেসবের বিস্তারিত তুলে ধরেছেন। এটিএম মা’ছুম বলেন, আমীরে জামায়াতকে জনগণের নিকট হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।