খেলাফত মজলিসের নেতারা ১১ দলীয় জোটের ঐক্য অটুট রাখতে ন্যায্য ও ইনসাফভিত্তিক আসন সমঝোতার আহ্বান জানিয়েছেন। রাজধানীর শাহজাহানপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশনে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের মধ্যে ন্যায্য সমঝোতা না হলে ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসলামী শক্তির ঐক্য খেলাফত মজলিসের অন্যতম কর্মসূচি বলেও তারা উল্লেখ করেন।
নেতারা জানান, ইসলামী সমমনা ৫, ৮ ও ১১ দলীয় নির্বাচনি সমঝোতায় তারা সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু সাম্প্রতিক আলোচনায় দলের অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী ও অঞ্চল বাদ পড়েছে। এতে জোটের ক্ষতি হতে পারে বলে তারা সতর্ক করেন। সারা দেশে খেলাফত মজলিসের ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে ৭২টি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শুরা সদস্যরা আইনশৃঙ্খলার অবনতিতে সরকারের সমালোচনা করে বলেন, প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। তারা নির্বাচন কমিশনকে কঠোরভাবে আচরণবিধি প্রয়োগ ও ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান।