খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাম্পার বোরো ফলনের কারণে বাংলাদেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। তিনি বলেন, এ সাফল্য সত্ত্বেও নজরদারি চালিয়ে যেতে হবে। পটুয়াখালী ও বরগুনায় সংগ্রহ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। কৃষকদের সহায়তায় চাল ও ধান বাড়তি দামে কেনা হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরে নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করতে ভর্তুকি বাড়িয়ে ৯,৫০০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।