বাংলাদেশ নৌবাহিনী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালনা করবে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জান-মালের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনী সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে ওই এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
আইএসপিআর জানায়, মিসাইল ফায়ারিং চলাকালীন সময়ে দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতা জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উক্ত এলাকায় কোনো ধরনের নৌযান চলাচল না করার আহ্বান জানানো হয়েছে।
এই ঘোষণা নৌবাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।