Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ফোনালাপে মতবিনিময় করেছেন। আরাগচি ইসরাইলের অপরাধ ও ফিলিস্তিনিদের পানি ও খাদ্য থেকে বঞ্চনার তীব্র নিন্দা জানান এবং ইসলামী দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, বিশেষ করে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-র জরুরি বৈঠক করতে বলা হয়েছে। বাংলাদেশি উপদেষ্টা তৌহিদ হোসেনও একইভাবে ইসরাইলি অপরাধের নিন্দা জানিয়ে ফিলিস্তিনি জনগণের জন্য কার্যকর সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার সংকল্প ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!