বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনটি মামলা করেছে। চট্টগ্রাম-১ কার্যালয়ে দায়ের করা এসব মামলায় গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভীন এবং জনতা ব্যাংকের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০০৫ থেকে ২০২৪ সালের মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে বিভিন্ন সময়ে ঋণ নিয়ে সুদসহ বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর আগে গত ১৭ ডিসেম্বর গ্রুপটির আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ হাজার ৮৫ কোটি টাকার আত্মসাতের অভিযোগে মামলা হয়।
দুদক জানিয়েছে, তদন্ত এখনো চলমান এবং প্রয়োজনে আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে। এই মামলাগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণে অনিয়ম ও বড় শিল্পগোষ্ঠীর প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।