বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন। ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় এলে পরে সুজন নিজেই নিশ্চিত করেন খবরটি। ঢাকার কোচ হিসেবে বিপিএলে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবকে পঞ্চম স্থানে তোলার কৃতিত্বও তার। বর্তমানে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি। জাতীয় দলের সঙ্গে যুক্ত না থাকায় বিপিএলে কোচিংয়ের সময় পাচ্ছেন বলে জানান সুজন। নোয়াখালী এক্সপ্রেসের আগমন স্থানীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে, দলটি প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।