ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। এরমধ্যে ৪ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। পরে বিজিবি তাদের আটক করে। বিজিবি জানায়, আটককৃতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।