ইসরায়েলের তেলআবিবে হাজার হাজার মানুষ গাজায় আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি চেয়ে বিক্ষোভ করেছে। তারা এক পক্ষপাতহীন চুক্তির আওতায় গাজার সব বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানায়। বিক্ষোভে বন্দিদের পরিবারের সদস্যরাও অংশ নেন ও সরকারকে দ্রুত চুক্তি করতে চাপ দেয়। ইসরায়েল কাতারের দোহাতে হামাসের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আলোচনা চালানোর জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে যাচ্ছেন। গাজায় ৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছেন, যার মধ্যে ২০ জন জীবিত, আর ইসরায়েলি কারাগারে ১০,৪০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি বিভিন্ন নির্যাতন ও অবহেলার শিকার।