ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের বাঐখোলা এলাকায় বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বাংলা স্টার পরিবহণের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের চালক, হেলপার ও যাত্রীরা নিরাপদে নেমে আসায় কেউ আহত হয়নি। একই স্থানে ও পৌলি এলাকায় টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।