বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান পুরান ঢাকায় ব্যবসায়ী মো. সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের পর দলীয় নেতৃত্বকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে পাথর দিয়ে মাথায় আঘাত করে সোহাগকে হত্যা করা হয়। পুলিশ দুজনকে আটক করেছে, যাদের একজন যুবদল নেতা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে মারুফ কামাল ঘটনাটিকে পৈশাচিক বলে আখ্যা দেন এবং এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধের জন্য বিএনপি নেতৃত্ব ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।