Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে স্বাগত জানান। অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তাঁকে সরাসরি খালেদা জিয়ার কক্ষে নিয়ে যান। এর আগে ২ ডিসেম্বর রাতে তিন বাহিনীর প্রধানরা খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে হাসপাতালে গিয়েছিলেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে ২৩ নভেম্বর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

Card image

Related Memes

logo
No data found yet!