Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়াকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার লামচর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এটি ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযানের অংশ, যার আওতায় নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে পূর্বে দায়ের করা দুটি মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এই গ্রেফতারকে স্থানীয় রাজনৈতিক মহল প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন স্থানীয় প্রশাসনিক পর্যালোচনার আগে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!