Web Analytics

স্থল সীমান্তপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আখাউড়া স্থলবন্দর সীমান্তপথে বাংলাদেশ থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত, আসবাবপত্র রপ্তানির নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ফলে সকাল থেকে আখাউড়া স্থলশুল্ক স্টেশন দিয়ে মাছ ব্যতীত সব ধরনের পণ্য সামগ্রী ভারতে রফতানি বন্ধ হয়ে পড়ে। প্রতিদিন যেখানে অর্ধশতাধিক ট্রাকে করে বিভিন্ন পণ্য সামগ্রী এপথে ভারতে রপ্তানি বাণিজ্য হয়ে আসছে। সেখানে নিষেধাজ্ঞার কারণে মাত্র তিন গাড়ি মাছ ভারতের ত্রিপুরায় রফতানি হয়েছে। এতে রপ্তানি বাণিজ্যে হঠাৎই স্থবিরতা চলে আসে। বন্দরের ব্যবসায়ীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!