জাতিসংঘের তত্ত্বাবধানে গত ১৫ বছরের সাংবাদিকতা বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা’র প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যম স্বাধীন হওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না।এছাড়া সাংবাদিকদের জন্য আলাদা কমিশন গঠন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও বেতন কাঠামোর দাবি উঠেছে।