সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারও পদক জিতেছে। কম্পাউন্ড নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার কাছে ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে ফাইনালে উঠতে পারেননি। তবে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে চাইনিজ তাইপের চেন সির বিপক্ষে শেষ সেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩০ পয়েন্ট নিয়ে ১৪৬-১৪৫ পয়েন্টে জয় পান মনি। এর আগে কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। মনির এই সাফল্য বাংলাদেশের আর্চারিতে নতুন গৌরব যোগ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।