অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। শামসুজ্জামান বলেন, বিচার করবেন কী করবেন না তা আমরা বুঝে গেছি। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয় তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ যারা উপদেষ্টা আছেন তারা কেউ তার বাসায় যাননি। শামসুজ্জামান বলেন, যাতে বিএনপি দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এছাড়া তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন।