পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনের বিরুদ্ধে ছয়টি মামলায় আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার পর আত্মগোপনের কারণে আদালত এই গেজেট প্রকাশের নির্দেশ দেয়। মামলাগুলোর পরবর্তী শুনানি ২০ জুলাই নির্ধারিত হয়েছে। যদি আসামিরা হাজির না হন, তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে। মামলাগুলো করেছে দুদক, এবং ইতোমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।